• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার

  • ''
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০২৩

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে নিখোঁজ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদেরকে পরিবারের কাছে হস্তানÍর করা হয়।

জানাগেছে, গত ১৬ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের বেলদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ফরহাদ হোসেন (১৪), মিম খাতুন (১৩) ও তানিয়া খাতুন (১২) রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবকরা ওই দিন ভূরুঙ্গামারী থানায় পৃথক তিনটি সাধারন ডাইরী (জিডি) করেন।

তিন স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার জিডির প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ  তৎক্ষনাৎ আত্মীয়-স্বজন সহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালায়। গত ১৮ নভেম্বর তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে নিখোঁজ শিক্ষার্থীরা কক্সবাজার সদর মডেল থানার ডলফিন মোড় এলাকায় অবস্থান করছে।

তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভূরুঙ্গামারী থানা পুলিশ ২০ নভেম্বর কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার করে।

শিক্ষার্থীদের জিজ্ঞেসাবাদে জানা গেছে, তানিয়ার শখ সে কক্সবাজার সমুদ্র সৈকতে যাবে। একা যেতে সাহস না পাওয়ায় সে তার সহপাঠি ফরহাদ হোসেন ও মিম খাতুনের শরনাপন্ন হন। পরবর্তীতে তারা তিনজন পরিবারের কাউকে কিছু না জানিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তানিয়ার মা বিদেশে থাকে। তিনি তানিয়ার কাছে তিনি টাকা পাঠান। সেখান থেকে প্রায় ২৮ হাজার টাকা নিয়ে তানিয়া ও তার দুই সহপাঠি কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পরে।

নিখোঁজ শিক্ষার্থী ফরহাদের পিতা এরশাদ আলী বলেন, আমার ছেলেকে মোবাইল কিনে দেওয়ার লোভ দেখিয়ে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়। সোমবার বিকেলে থানা পুলিশ তাদেরকে আমাদের নিকট হস্তান্তর করেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার করে গত ২০ নভেম্বর বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা সমাজসেবা অফিসারের উপস্থিতিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় নিজ নিজ অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads